অভিযোজন....
সমস্ত শহর জুড়ে আজকাল ঘুরে বেড়ায় এক গন্ধদানব মৃত মানুষের শরীরে চর্বি আর তার্পিন তেল মাখিয়ে নির্যাস সংগ্রহ করে সে অন্ধকার এক পরীক্ষাগারের গোপন পাতন যন্ত্রে ফোঁটা ফোঁটা জমতে থাকে মৃত্যু পারফিউম তারপর , সদ্য গজিয়ে ওঠা ঝকঝকে শপিংমলের কাচের আধারে , বিক্রি হয় শিশু , নারী , প্রতিবন্ধী , জওয়ান মরদ বা বৃদ্ধ , পাপীর গন্ধ ... সে সব মৃত্যু গন্ধ গায়ে মেখে নিয়ে শহর ও গ্রামে সকলেই নির্বিকার সকাল সন্ধ্যায় ব্যস্ত থাকে খাদ্য ক্রোধ ঈর্ষা ও রমণে ... কেননা গন্ধের এক অনিবার্য ধর্ম হলো, সুঅভিযোজন ।
-- অর্পিতা আচার্য,ত্রিপুরা
৯ই ফেব্রুয়ারি ২০২০
সমস্ত শহর জুড়ে আজকাল ঘুরে বেড়ায় এক গন্ধদানব মৃত মানুষের শরীরে চর্বি আর তার্পিন তেল মাখিয়ে নির্যাস সংগ্রহ করে সে অন্ধকার এক পরীক্ষাগারের গোপন পাতন যন্ত্রে ফোঁটা ফোঁটা জমতে থাকে মৃত্যু পারফিউম তারপর , সদ্য গজিয়ে ওঠা ঝকঝকে শপিংমলের কাচের আধারে , বিক্রি হয় শিশু , নারী , প্রতিবন্ধী , জওয়ান মরদ বা বৃদ্ধ , পাপীর গন্ধ ... সে সব মৃত্যু গন্ধ গায়ে মেখে নিয়ে শহর ও গ্রামে সকলেই নির্বিকার সকাল সন্ধ্যায় ব্যস্ত থাকে খাদ্য ক্রোধ ঈর্ষা ও রমণে ... কেননা গন্ধের এক অনিবার্য ধর্ম হলো, সুঅভিযোজন ।
-- অর্পিতা আচার্য,ত্রিপুরা
৯ই ফেব্রুয়ারি ২০২০