রংতুলি"
রংতুলি তুমি ছবি আঁক পাহাড়-পর্বতের সবুজ বনানী ঘেরা উঁচু-নীচু মাটির ঢিবি। আমার মন ছবি আঁকে সেই পর্বতের--- যেথায় পর্বতারোহী তেনজিং নোরকে, সটান দাঁড়িয়ে উড্ডিয়মান জাতীয় পতাকা হাতে! তুমি ছবি আঁক সেই গুহার--- যেথায় চুঁহা, খরগোশ করে বিচরণ, আমার মনও ছবি আঁকে সেই গুহার, যেখানে কী করে এ ভুবন রবে সদা হাস্যময় মুনি-ঋষিরা সদা ব্যস্ত তারি তপস্যায়। রংতুলি তুমি ছবি আঁক, বুভুক্ষু মায়ের বুকে জীর্ণকায় জাতকের, উলঙ্গপনা ভিখারীর অসহায়ত্ব, অনাহারক্লিষ্ট মৃতপ্রায় অগ্নিকন্যার ছবি আঁক, রাজপথে নির্যাতিত ধর্যিতা যুবতীর, তুমি ছবি আঁক জীবন সংগ্রামে পরাস্ত রক্তাক্ত যুবকের--- আমি ছবি আঁকি তাঁদের সংগ্রামী জীবনের বিস্তীর্ণ ইতিহাসের। ভাবছো রংতুলি, এসব কেন বলছি--- তোমার আঁকা সুদীর্ঘ জীবনের জীবাশ্ম ঘেঁটে ঘেঁটে, শুধু এই সত্যটাই বুঝেছি বিবর্ণ যা--- তার সবটুকু দায় তুমি নিতে পারনি, পারনি বলেই আজো বিশ্বে নিত্য উদ্ভাসিত রাহাজানি হানাহানি, মৃত্যুর সাথে পাঞ্জা কষে শুধু হিংসার বলয়--- তাই আমার মন প্রতিনিয়ত ছবি আঁকে, মানবতার আলোয় ঘেরা এক সুন্দর পৃথিবীর! রংতুলি তোমায় বিনতি, ছবি আর নয় ক্যানভাসে পোস্টারে--- নিতান্তই ছবি যদি আঁকতেই হয়, ছবি আঁক মনের গহীনে দীর্ঘশ্বাসে, সাজিয়ে মনের বাগান মানবতার মূর্ত্য প্রতীকে।
-- মৃণাল কান্তি পণ্ডিত,ত্রিপুরা
৮ই ফেব্রুয়ারি,২০২০
রংতুলি তুমি ছবি আঁক পাহাড়-পর্বতের সবুজ বনানী ঘেরা উঁচু-নীচু মাটির ঢিবি। আমার মন ছবি আঁকে সেই পর্বতের--- যেথায় পর্বতারোহী তেনজিং নোরকে, সটান দাঁড়িয়ে উড্ডিয়মান জাতীয় পতাকা হাতে! তুমি ছবি আঁক সেই গুহার--- যেথায় চুঁহা, খরগোশ করে বিচরণ, আমার মনও ছবি আঁকে সেই গুহার, যেখানে কী করে এ ভুবন রবে সদা হাস্যময় মুনি-ঋষিরা সদা ব্যস্ত তারি তপস্যায়। রংতুলি তুমি ছবি আঁক, বুভুক্ষু মায়ের বুকে জীর্ণকায় জাতকের, উলঙ্গপনা ভিখারীর অসহায়ত্ব, অনাহারক্লিষ্ট মৃতপ্রায় অগ্নিকন্যার ছবি আঁক, রাজপথে নির্যাতিত ধর্যিতা যুবতীর, তুমি ছবি আঁক জীবন সংগ্রামে পরাস্ত রক্তাক্ত যুবকের--- আমি ছবি আঁকি তাঁদের সংগ্রামী জীবনের বিস্তীর্ণ ইতিহাসের। ভাবছো রংতুলি, এসব কেন বলছি--- তোমার আঁকা সুদীর্ঘ জীবনের জীবাশ্ম ঘেঁটে ঘেঁটে, শুধু এই সত্যটাই বুঝেছি বিবর্ণ যা--- তার সবটুকু দায় তুমি নিতে পারনি, পারনি বলেই আজো বিশ্বে নিত্য উদ্ভাসিত রাহাজানি হানাহানি, মৃত্যুর সাথে পাঞ্জা কষে শুধু হিংসার বলয়--- তাই আমার মন প্রতিনিয়ত ছবি আঁকে, মানবতার আলোয় ঘেরা এক সুন্দর পৃথিবীর! রংতুলি তোমায় বিনতি, ছবি আর নয় ক্যানভাসে পোস্টারে--- নিতান্তই ছবি যদি আঁকতেই হয়, ছবি আঁক মনের গহীনে দীর্ঘশ্বাসে, সাজিয়ে মনের বাগান মানবতার মূর্ত্য প্রতীকে।
-- মৃণাল কান্তি পণ্ডিত,ত্রিপুরা
৮ই ফেব্রুয়ারি,২০২০