এক পশলা বৃষ্টি.....
গৃস্মের দুপুরের এক পশলা বৃষ্টি ডোবার কচুরিপানা পাতাগুলি চক্ চক্ করছিল সবুজে .... হিজল ফুলগুলি দুলে দুলে উঠছিল .... তুলসীতলাটা কে যেনো ধুঁয়ে মুছে গেলো...... আশ্রয় খুজতে ব্যস্ত দুটো চড়াই উঠে এলো বারান্দায়। দূরের কুঁড়ে ঘরটিতে সদ্য দাম্পত্য শুরু করা একজোড়া যৌথ শরীরের কথকতা। উঠোনের পায়ের পাতা ভেজা জল এখনো শ্রাবণের গন্ধ। একপশলা বৃষ্টি তো নয় যেনো জন্ম জন্মান্তরের তৃপ্তি।
-- মৌসুমী কর, ত্রিপুরা
৮ই ফেব্রুয়ারি ২০২০
গৃস্মের দুপুরের এক পশলা বৃষ্টি ডোবার কচুরিপানা পাতাগুলি চক্ চক্ করছিল সবুজে .... হিজল ফুলগুলি দুলে দুলে উঠছিল .... তুলসীতলাটা কে যেনো ধুঁয়ে মুছে গেলো...... আশ্রয় খুজতে ব্যস্ত দুটো চড়াই উঠে এলো বারান্দায়। দূরের কুঁড়ে ঘরটিতে সদ্য দাম্পত্য শুরু করা একজোড়া যৌথ শরীরের কথকতা। উঠোনের পায়ের পাতা ভেজা জল এখনো শ্রাবণের গন্ধ। একপশলা বৃষ্টি তো নয় যেনো জন্ম জন্মান্তরের তৃপ্তি।
-- মৌসুমী কর, ত্রিপুরা
৮ই ফেব্রুয়ারি ২০২০