প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর:
ভারত-বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রীপর্ণা রায়ের একক অ্যালবাম ‘দ্যা লিজেন্ডস’র কভার সং প্রকাশ পেয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) ইউটিউব চ্যানেল Shreeporna Roy ও Melodious Shreeporna নামে ফেসবুক পেজে প্রকাশ হয়েছে গানটি।
শ্রীপর্ণার জাদুকরী কণ্ঠে ‘তু হি রে’ এবং ‘পেয়ার কা নাগমা হে’ শিরোনামের গান দুটি প্রকাশের পরপরই ভিউয়ারদের মন জয় করে নিচ্ছে।
‘দ্যা লিজেন্ডস’ অ্যালবামে রয়েছে পাঁচটি পুরনো গান। এই পাঁচ গানের মধ্যে দুটি গান রিলিজ দেওয়া হয়েছে।
গানগুলো রেকর্ড ও ভিডিও ধারণ করা হয়েছে কলকাতার স্বনামধন্য স্টুডিও ‘অপেরা’তে। গানগুলোর মিউজিক কম্পোজ করেছেন শুভজিৎ বরুয়া।
গান রিলিজের অনুভূতি জানতে চাইলে সংগীত শিল্পী শ্রীপর্ণা রায় আরশিকথাকে বলেন, আমার একক অ্যালবাম ‘দ্যা লিজেন্ডস’ এর কভার সং রিলিজ হয়েছে। খুবই ভালো লাগছে। এই অ্যালবামের ৫টি গানই পুরনো। পুরনো গানগুলোকে নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর মাধ্যমে লিজেন্ডদের সম্মান জানিয়েছি।
দর্শকদের উদ্দেশে গুণি এই শিল্পী বলেন, আপনারা আমার পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আপনাদের ভালো ও মন্দ লাগার কথা জানান। আমি চেষ্টা করব গানের মাধ্যমে আপনাদের মনে তৃষ্ণা মেটানোর। ‘দ্যা লিজেন্ডস’ অ্যালবামের দুটি গান প্রকাশ হয়েছে। একে একে আরো তিনটি গান রিলিজ হবে। আশা করি সবার ভালো লাগবে।
২রা ফেব্রুয়ারি ২০২০
২রা ফেব্রুয়ারি ২০২০