তন্ময় বনিক,আগরতলাঃ
২০ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।অধিবেশন চলবে মোট পাঁচ দিন। তবে সারা দেশে করোনা নিয়ে উচ্চ সতর্কতা জারি করায় পরবর্তী সময় অধিবেশনের দিনক্ষণ কাটছাট হতে পারে। সোমবার(১৬ মার্চ) বিএসি এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়।২০ মার্চের পর ২১ ও ২২ তারিখ বন্ধ।তারপর ২৩ থেকে ২৬ মার্চ পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ দিন অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত হয়।বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকের পর একথা জানান বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস।
আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, ২০২০ - '২১ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা।এবারের অধিবেশনে রাজ্য সরকার তিনটি বিল আনতে চলেছে।শ্রী নাথ জানান,প্রথমটি হচ্ছে মানুষ যেন হয়রানির শিকার না হন তার জন্য শিল্পবাণিজ্য নিয়ে একটি বিল পেশ করা হবে। দপ্তরের মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী এই বিল বিল পেশ করবেন।দ্বিতীয়টি হচ্ছে ল্যান্ড রেভিনিউ এর উপর।এটি পেশ করবেন দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা।চা বাগানের জমি জমির মালিক ও শ্রমিকদের স্বার্থে চা বাগান ছাড়াও যেন অন্যকাজে ব্যবহার করা যায় তার জন্য এই বিল।তৃতীয়টি হচ্ছে কৃষি উৎপাদন ও বাজারজাত সম্পর্কিত।এই বিল উত্থাপন করবেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আইনমন্ত্রী বলেন,অধিবেশন পাঁচ দিন বসবে বলে সিদ্ধান্ত হলেও সারা দেশে করোনা ভাইরাস নিয়ে কি পরিস্থিতির সৃষ্টি হয় তার উপর নির্ভর করে পরবর্তী সময় ঠিক করা হবে অধিবেশন কতো দিন চলবে।
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৬ই মার্চ ২০২০
২০ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।অধিবেশন চলবে মোট পাঁচ দিন। তবে সারা দেশে করোনা নিয়ে উচ্চ সতর্কতা জারি করায় পরবর্তী সময় অধিবেশনের দিনক্ষণ কাটছাট হতে পারে। সোমবার(১৬ মার্চ) বিএসি এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়।২০ মার্চের পর ২১ ও ২২ তারিখ বন্ধ।তারপর ২৩ থেকে ২৬ মার্চ পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ দিন অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত হয়।বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকের পর একথা জানান বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস।
আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, ২০২০ - '২১ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা।এবারের অধিবেশনে রাজ্য সরকার তিনটি বিল আনতে চলেছে।শ্রী নাথ জানান,প্রথমটি হচ্ছে মানুষ যেন হয়রানির শিকার না হন তার জন্য শিল্পবাণিজ্য নিয়ে একটি বিল পেশ করা হবে। দপ্তরের মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী এই বিল বিল পেশ করবেন।দ্বিতীয়টি হচ্ছে ল্যান্ড রেভিনিউ এর উপর।এটি পেশ করবেন দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা।চা বাগানের জমি জমির মালিক ও শ্রমিকদের স্বার্থে চা বাগান ছাড়াও যেন অন্যকাজে ব্যবহার করা যায় তার জন্য এই বিল।তৃতীয়টি হচ্ছে কৃষি উৎপাদন ও বাজারজাত সম্পর্কিত।এই বিল উত্থাপন করবেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আইনমন্ত্রী বলেন,অধিবেশন পাঁচ দিন বসবে বলে সিদ্ধান্ত হলেও সারা দেশে করোনা ভাইরাস নিয়ে কি পরিস্থিতির সৃষ্টি হয় তার উপর নির্ভর করে পরবর্তী সময় ঠিক করা হবে অধিবেশন কতো দিন চলবে।
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৬ই মার্চ ২০২০