আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আজ থেকে বন্ধ স্কুল,কলেজ

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    করোনা ভাইরাস নিয়ে আগাম সতর্কতার লক্ষ্যে মঙ্গলবার(১৭ মার্চ) থেকে বন্ধ থাকছে রাজ্যের সমস্ত স্কুল,কলেজ ও ইউনিভার্সিটি।সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কার্যকর হবে।জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।তবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়মিত ভাবেই চলবে।মানুষের ভীড় এড়াতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়।কারণ একই জায়গায় বেশী মানুষ জড়ো থাকলে সংক্রমণের সম্ভাবনা বেশী থাকে।এদিকে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় বিভিন্ন স্কুলগুলিতে যেন শিক্ষার্থী ও শিক্ষকদের হাত ধোয়ার জন্য সাবান ও পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়।সোমবার(১৬ মার্চ) রাজধানীর বিভিন্ন স্কুলগুলিতে দেখা যায় শিক্ষার্থীরা সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে ক্লাসে যায়।স্কুলগুলিতে রাখা হয়েছে সাবান কিংবা হ্যান্ড ওয়াশ। ইতিমধ্যে শিক্ষার্থীরা মাস্ক ব্যবহারও শুরু করে দিয়েছে।অধিকাংশ ছাত্রছাত্রীরাই করোনার আগাম সতর্কতা স্বরূপ মাস্ক ব্যবহার করছে।তবে সাধারণ মাস্কে করোনার ভাইরাস প্রতিহত না করা গেলেও দূষণ কিংবা ধূলিকণা থেকে রক্ষা পাওয়া যাবে।শিক্ষামন্ত্রী আহ্বান জানিয়েছেন,একই জায়গায় বেশী মানুষ যেন জড়ো না হন।সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।করোনার আগাম সতর্কতা স্বরূপ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করেন অভিভাবকেরা।

    ছবিঃ সংগৃহীত 
    ১৬ই মার্চ ২০২০  
    3/related/default