আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলাদেশে ৩ করোনাভাইরাস রোগী শনাক্ত

    আরশি কথা
    আবু আলী, ঢাকা ॥ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন জন শনাক্ত হয়েছে। তিন জনের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। আক্রান্ত দুই জন দুই পরিবারের। তারা ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। তাদের মাধ্যমে অপরজন আক্রান্ত হয়েছেন। ৮ মার্চ রবিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি আরও বলেন, আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল।করোনাভাইরাসে আক্রান্ত তিন জন শনাক্ত হওয়ার কথা জানিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে জনসমাগম হয় এমন জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব হাসপাতালে চিকিৎসকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। আক্রান্ত তিন জন দুই পরিবারের। এদের মধ্যে দুই জন সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। তাদের মাধ্যমে অপরজন আক্রান্ত হয়েছেন। সাংবাদিকদের তিনি জানান, ‘আক্রান্তদের হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। তাতারা চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল।এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দল্লাহ বলেন, ‘এখনই আতঙ্কিত হবেন না। এই রোগের সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। সতর্কতা বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো সাধ্যমত মেনে চলার চেষ্টা করুন। প্রসঙ্গত করোনাভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দ্রুত বিস্তারে সক্ষম নভেল করোনাভাইরাস বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। ডব্লিউএইচও জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি। ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

    ৮ই মার্চ ২০২০
    3/related/default