Type Here to Get Search Results !

প্রিয় পৃথিবী"...... ঢাকা থেকে সিরাজুল ইসলাম মুনির

প্রিয় পৃথিবী......

প্রিয় পৃথিবী, কেমন আছ?
জানি ভালো নেই,
ভালো নেই তোমার সন্তানেরা।
তোমার কোলে হেসে খেলে
তারা বেশ তো ছিল
কী হলো হঠাৎ, বুঝতে পারো নি বুঝি
একজন একজন করে ওরা ঢলে পড়ে
প্রাণহীন
এখন বিশাল মৃতের পাহাড়,শুন্যতা নিঃসীম।
মৃতের পাহাড় মাদ্রিদে,উহানে
নিউইয়র্ক, মিলানে।
প্রিয় পৃথিবী, তোমাকে না আমরা মা ডাকি- আমাদের মা;
না না  তোমাকে দোষ দেব না
তুমি সর্বংসহা।
সন্তানের মৃত্যুকেও অবলীলায় মেনে নিচ্ছ
নাকি  কোনো প্রতিশোধ নিচ্ছ?
নাহ্! খুব হাস্যকর শোনায়-
মা কী সন্তানের উপর প্রতিশোধ নেয়?
শতাব্দীর পর শতাব্দী -
তোমার সন্তানেরা প্লেগে মরে
গুটি বসন্তে মরে,মরে কলেরায়
প্রাচীন কিংবা নতুন কত সুনামি আসে যায়-
ই-বোলা সার্স,মার্স,
জলোচ্ছ্বাস, টর্নেডো, গরকি,
অগ্নিগিরি কত কী!
নাহ্! সবসময় তোমার সন্তান
করেনি অপমান;
এসব মানুষের ভুল অনুমান।
মোক্ষম কথা এক নতুন উঠেছে
কতেক খুনির নাম 'চিল্লায়া' বলেছে
বুশ জুনিয়র নাম্বার ওয়ান
নাম্বার টু জনাব সাদ্দাম
লাদেন তালেবান
আসাদ,বোগদাদি, বোকো হারাম
কিংবা মটকু কিম ইল জং
অথবা বর্মী সুকি অঙ সাং
নাকি ট্রাম্প-পুতিনের
জোটবন্ধুদের বোমাগুলো
তোমার বুকে আঁকে ক্ষতের আল্পনা
বিষধোঁয়ায় ভরে যায় বাতাসের কণা।
মানুষের রক্তে সভ্যতা ভেসে যায়
রক্ত শুকিয়ে যায় -
বারুদের অণুকণা বেঁচে রয়
ছড়িয়ে যায় পৃথিবীময়।
নাকি আরেকটু পেছনে যাব-
নাপাম বোমা, হাইড্রোজেন,লিটল বয়
হিটলার, মুসোলিনি, জাপান সম্রাট  হিরোহিতো
শীতাতপ ঘরে বসে বোতাম টেপা
পাগল খুনিরা পারে সেসব।
সাহস থাকে, নেমে আসো খালি হাতে
সোহরাব-রুস্তম হয়ে জয় কর প্রতিপক্ষকে
না হয় এসো,বলিখেলায়,লালদিঘিতে।
প্রিয় পৃথিবী, তোমার সন্তানেরা ভালো নেই
কালো ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ এখনই
ওজোনস্তর বিধ্বস্ত, আল্ট্রাভায়োলেট রশ্নির বিচ্ছুরণ
বায়ু মন্ডলের উঞ্চতা বেড়ে গেছে
উত্তরের বরফ ভাংছে,
সিডর বিলকিস হানা দিচ্ছে
মানুষ নিরাপদ কোথায়!
কেমিক্যাল উয়েপন পুরনো হয়ে  গেছে
জীবাণু অস্ত্রের নতুন ভাবনা-
চতুর্থ শিল্পবিপ্লব চলে পাশাপাশি
রাক্ষসের হাত ধরে চলে নাদুস শিশু,
অলক্ষ্যে মোড়লের অট্টহাসি।
প্রিয় পৃথিবী, কেমন আছে তোমার সন্তানেরা -
অলৌকিক জিন-ভূতে বিশ্বাস করে তারা
ইনভিজিবল ম্যান,হলোম্যানের সিনেমা বানায়
ভ্যাম্পায়ার-ড্রাকুলা ওড়ে পূর্ণিমা অমাস্যায়
হন্টেড হাউজ, ইমানুয়েলের পিশাচী,
ওয়েরউলফ, ভয় পাওয়ার বিলাসিতা, কত কী!
নিরাপদ শহরে এখন থোকা থোকা মৃত্যু -
মৃত্যুর নতুন নাম,কোভিড নাইনটিন
মাইক্রোস্কোপে মৃত্যুবীজের ছবিটা রঙিন।
সুন্দর,প্রতিদিন টিভি-পর্দায় হিরো এখন-
তাকে চোখে দেখা যায় না
সে কারো কথা শোনে না
স্বাধীন, বশ মানে না
নতুন একটা নাম নিয়েছে, কোরোনা।
প্রিয় পৃথিবী, পৃথিবীর পথে পথে
মানব ফুলেরা মরছে-
মানুষ ভীত হচ্ছে, মৃত্যুর ভয়
মানুষ সাহসী হচ্ছে, মৃত্যুর ভয়
মানুষ উপহাস শিখছে,মৃত্যুর ভয়।
এখন তারা মৃত্যুকেও ভয় পায় না।
ফেসবুক,টুইটার, মেসেঞ্জার
ভরেছে হাজার প্যারোডি কবিতায়
ব্যঙ্গচিত্র,ধর্মকথা, বিশ্লেষণ কথায় কথায়।
ভিডিও শেয়ার,অডিও বাণী,
সকালে বিকালে দ্রাক্ষারসে মজো
না না তা কেন,গো-চনা যে আছে
শ্রীরামকৃষ্ণে মন ভজো।
ভ্যাটিকানে পোপ শুন্য গবাক্ষে হাত নাড়ে একা
কাবা চত্বর আরশের নিচে পড়ে রয় ফাঁকা
মন্দির,প্যাগোডায় যায় না ভক্ত কূল
সবকিছু আজ শুন্য শুধু,কোথায় হয়েছে ভুল!
ব্যথার সমুদ্র বুকে কাঁদে জুসেপ্লে কন্তে,
আকাশে যাচ্ঞা যাচে,
কান্না তাহার, পৃথিবীর মানুষ যেন বাঁচে।
সুরা রুম নিয়ে ট্রলে নেমেছে মোল্লার দল
এসময় এসব নয়,ইতিহাস পরে দেখো-
মানুষ বড় এখন
মাখলুকাতের শ্রেষ্ঠ যে জন।
এনআরসি, কেএএ-এসব এখন নিপাত যাক
এখন কামনা কেবল,মানুষ বেঁচে থাক।
প্রিয় পৃথিবী, কেমন আছে তোমার সন্তানেরা -
জানো তো,তারা মৃত্যুকে ভয় পায় না
এখন একটা জলোচ্ছ্বাস দাও,
আবার দাবানল দাও
মন ফেরাতে চাই অন্য কোথাও।
প্রিয় পৃথিবী, একটা সুখবর শোনো-
ওয়াশ মেসিনে ধৌত হচ্ছ তুমি
কারখানার চিমনিতে ধোঁয়া নেই
নির্মাণ শ্রমিক নেই
ধুলোর ওড়াউড়ি নেই
আকাশটা কী নীল এখন
নীল সমুদ্রের ছায়া,প্রতিফলন।
ফুসফুস ভরে শ্বাস নেবার এইতো সময়
মুখে মাস্ক,উপায় নেই, বড় দুঃসময়।

--সিরাজুল ইসলাম মুনির
  ঢাকা,বাংলাদেশ

 ১০ই এপ্রিল ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.