আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরিষেবারত সাফাই কর্মীদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান নীতি দেব পরিচালিত পূর্বোদয়ার

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    লক ডাউনের মধ্যেও পরিষেবা দিয়ে যাচ্ছেন পুর নিগমের সাফাই কর্মীরা।এরই মধ্যে উদযাপিত হলো বাঙালির নববর্ষ।তাই পূর্বোদয়া সামাজিক সংস্থার পক্ষ থেকে সাফাই কর্মীদের হাতে শাড়ী সহ মাস্ক ও স্যানিটাইজার সামগ্রী তুলে দেওয়া হয়।
    মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব এর প্রেরণাতেই বিভিন্ন সামাজিক কর্তব্য পালন করে চলেছে পূর্বোদয়া।তিনি এদিন সরেজমিনে উপস্থিত থেকে পুর নিগমের সাফাই কর্মীদের হাতে এই সামগ্রীগুলি তুলে দেন।এদিন উমাকান্ত ইংরেজি মিডিয়াম স্কুলের সামনে এই মহতী অনুষ্ঠানে নীতি দেব ছাড়াও ছিলেন তার হাতে গড়া এই সংস্থার অন্য সদস্য সদস্যারা। 
    পূর্বোদয়া সামাজিক সংস্থা এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে।রাজ্যের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্র পদচারণ করছেন তিনি।দুঃস্থ, অসহায়, গরীব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদের।ব্যস্ততার মাঝেও সময় বের করে মানুষের জন্য কাজ করছেন তিনি।নীতি দেব এর বিভিন্ন সামাজিক কাজে উপকৃত বহু মানুষ।বর্তমান পরিস্থিতিতে তিনি মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে লক ডাউনের নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেন।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১৫ই এপ্রিল ২০২০
    3/related/default