Type Here to Get Search Results !

লক ডাউনে ছাড়প্রাপ্ত ক্ষেত্রসমূহের গাইডলাইন জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

 নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
করোনা ভাইরাস মোকাবিলায় জারি করা দেশ জুড়ে লক ডাউনে থমকে থাকা অর্থনৈতিক কর্মকান্ডকে গতি দিতে বুধবার (১৫ এপ্রিল ) একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।ছাড়প্রাপ্ত প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তাজনিত বিধি মেনে চলার কথা বলা হয়েছে।এমন কি নিয়ম না মানলে কড়া শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে এমএইচএ বা মিনিস্ট্রি অব হোম এফেয়ার্সের জারি করা এই নির্দেশে।
আগামী ২০ এপ্রিলের পর এই নির্দেশ বা গাইডলাইন কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।নির্দেশনামায় বলা হয়েছে দেশজুড়ে বন্ধ থাকবে বাস,ট্রেন ও বিমান পরিষেবা।স্কুল,কলেজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।ছাড় দেওয়া হবে কৃষিক্ষেত্র,তথ্যপ্রযুক্তি,ই-কমার্স এবং আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থার।বন্ধ থাকবে হোটেল,রেস্তোরা,শপিংমল, সিনেমা হল,ধর্মীয় স্থান, পর্যটন ক্ষেত্র।লক ডাউনের সময়কালে মাস্ক পড়া বাধ্যতামূলক এবং যত্রতত্র থুথু ফেললে জরিমানা করা হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে।এছাড়া ২০ এপ্রিলের পর থেকে যে ক্ষেত্র সমূহে ছাড় থাকবে সেগুলি হলো অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন,কয়লাখনি ও তেল উৎপাদন,কেন্দ্র ও রাজ্য সরকারি দপ্তর, পঞ্চায়েত ও পুরসভা,আন্তঃ রাজ্য পণ্য পরিবহন,কৃষি, চা, কফি, দুগ্ধ উৎপাদন প্রভৃতি।

ছবিঃ সৌজন্যে ইন্টারনেট  

১৫ই এপ্রিল ২০২০  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.