আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে আট কোটি।।শীঘ্রই শুরু হচ্ছে উত্তরপত্র মূল্যায়ন

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন সংস্থা বা সংগঠনের অর্থ সাহায্য অব্যাহত রয়েছে।১৫ এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে ৮ কোটি ৫০ লক্ষ টাকা।এই তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ।তিনি আরও বলেন,এই টাকায় বহিঃরাজ্যে আটকে পড়া ১০৪১ জন ত্রিপুরার মানুষকে অর্থ সাহায্য করা হয়েছে।তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়।তাতে ব্যয় হয়েছে ৪০ লক্ষ ৭৫ হাজার ৭১৮ টাকা।তাছাড়া পিছিয়ে পড়া ১২টি ব্লকের প্রায় ৯০ হাজার পরিবারকে ৫০০ টাকা করে দেওয়া হয়।এছাড়া পত্রিকার হকার সহ বিভিন্ন অংশের দুর্গত মানুষদের সাহায্য করছে রাজ্য সরকার।বৃহস্পতিবারও (১৬ এপ্রিল) বিভিন্ন সংগঠন আইনমন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করে।এদিন টিইউ কেএস দেয় ৫১ হাজার টাকা,শিশুবিহার অ্যালামনি দেয় ৩০ হাজার টাকা,সিএফটি ইউ আই দিয়েছে ১০ হাজার টাকার চেক।এছাড়াও বেশ কিছু সংগঠন আইনমন্ত্রীর হাতে এদিন চেক তুলে দেয়।মন্ত্রী শ্রী নাথ এক প্রশ্নের উত্তরে জানান, লক ডাউনের পর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বাকি পরীক্ষাগুলি হবে।যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষাগুলির উত্তরপত্র মূল্যায়নের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে।রাজধানীর ১৫টি সেন্টারে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবছর বেশি সংখ্যক সেন্টার করা হচ্ছে।শিক্ষকদের আনা নেওয়ার জন্য টিআরটিসি'র বাস পরিষেবা রাখা হবে।তাছাড়া ১৮ এপ্রিল থেকে টিভিতে অনলাইনে ক্লাশের ব্যবস্থার জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।উদ্দেশ্য ছাত্রছাত্রীরা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে।মন্ত্রী শ্রী নাথ এদিনও সবার প্রতি আহ্বান জানান,আর কিছুদিন লক ডাউনের নিয়মনীতি মেনে চলার জন্য।তাতে মানুষ নিজেরা যেমন নিরাপদ থাকবেন তেমনি সমাজকেও নিরাপদ রাখতে পারবেন।

    ছবি; সুমিত কুমার সিংহ
    ১৬ই এপ্রিল ২০২০   
    3/related/default