আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে উদযাপিত ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর এর জন্মজয়ন্তী

    আরশি কথা
     নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকর এর জন্মজয়ন্তী উদযাপন হলো রাজ্যে।লক ডাউনের দরুন এবছর ঘটা করে অনুষ্ঠান করা যায়নি।
    মঙ্গলবার ( ১৪ এপ্রিল ) সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আম্বেদকর এর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।তিনি বলেন,ভারতরত্ন আম্বেদকর এর রাষ্ট্রনীতিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 
    আর রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করছে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১৪ই এপ্রিল ২০২০ 
    3/related/default