আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনায় বাংলাদেশে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯০

    আরশি কথা
     আবু আলী, ঢাকা ।।
    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১২০। এ ছাড়া, আক্রান্ত আরও ৩৯০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭২ জনকে শনাক্ত করা হয়েছে। ২২ এপ্রিল বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
    এর আগে গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয় ৪৩৪ জনের এবং মারা যায় ৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফেরেন দুজন। উল্লেখ, দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

    ২২শে এপ্রিল ২০২০
    3/related/default