নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য অব্যাহত রয়েছে।বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত জমা পড়েছে ৯ কোটি ৪০ লক্ষ টাকা।আইনমন্ত্রী রতন লাল নাথ এই তথ্য জানিয়েছেন।তিনি আরও বলেন,মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আগে কোনও দিন কোনও ইস্যুতে এতো টাকা জমা পড়েনি।রাজ্য সরকার এই টাকায় দুর্গতদের সাহায্য করছে।বহিঃরাজ্যে অবস্থানরত রাজ্যের নাগরিকদের এবং রাজ্যে অবস্থানরত বহিঃরাজ্যের শ্রমিকদের সরকার বিভিন্ন ভাবে সাহায্য করছে।বহিঃরাজ্যে অবস্থানরত রাজ্যের ২৭৪২ জনকে সাহায্য করা হচ্ছে।আইনমন্ত্রী বলেন,সারা বিশ্ব এখন বলছে মোদি মডেল অনুসরণ করতে।আর দেশের মধ্যে করোনা মোকাবিলায় ত্রিপুরাও দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে।প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই রাজ্যে লক ডাউন এবং ১৪৪ ধারা জারি করা হয়।মুখ্যমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিধান্ত নিয়েছেন।এর জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন।মন্ত্রী শ্রী নাথ জানান,লক ডাউন নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তের কথা জানাচ্ছে তা সম্পূর্ণ ভাবে পালন করছে রাজ্য সরকার।মঙ্গলবার (২১ এপ্রিল ) সন্ধ্যায় নির্দেশ আসে বই, বৈদ্যুতিক পাখা,মোবাইল রিচার্জের দোকান খোলা রাখা যাবে। রাজ্যেও সেই অনুযায়ী ছাড় দেওয়া হচ্ছে।মন্ত্রী শ্রী নাথ জানান, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ফলে আগের তুলনায় রাস্তাঘাটে এখন লোক বাড়ছে। তবে কিছু মানুষ বিনা কারণে রাস্তায় বের হচ্ছেন।গল্পগুজব করছেন।একথা স্বীকার করে মন্ত্রী শ্রী নাথ বলেন, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।তিনি আবারো আহ্বান জানান,মানুষ যেন ঘরে থাকেন।সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৩শে এপ্রিল ২০২০
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য অব্যাহত রয়েছে।বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত জমা পড়েছে ৯ কোটি ৪০ লক্ষ টাকা।আইনমন্ত্রী রতন লাল নাথ এই তথ্য জানিয়েছেন।তিনি আরও বলেন,মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আগে কোনও দিন কোনও ইস্যুতে এতো টাকা জমা পড়েনি।রাজ্য সরকার এই টাকায় দুর্গতদের সাহায্য করছে।বহিঃরাজ্যে অবস্থানরত রাজ্যের নাগরিকদের এবং রাজ্যে অবস্থানরত বহিঃরাজ্যের শ্রমিকদের সরকার বিভিন্ন ভাবে সাহায্য করছে।বহিঃরাজ্যে অবস্থানরত রাজ্যের ২৭৪২ জনকে সাহায্য করা হচ্ছে।আইনমন্ত্রী বলেন,সারা বিশ্ব এখন বলছে মোদি মডেল অনুসরণ করতে।আর দেশের মধ্যে করোনা মোকাবিলায় ত্রিপুরাও দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে।প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই রাজ্যে লক ডাউন এবং ১৪৪ ধারা জারি করা হয়।মুখ্যমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিধান্ত নিয়েছেন।এর জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন।মন্ত্রী শ্রী নাথ জানান,লক ডাউন নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তের কথা জানাচ্ছে তা সম্পূর্ণ ভাবে পালন করছে রাজ্য সরকার।মঙ্গলবার (২১ এপ্রিল ) সন্ধ্যায় নির্দেশ আসে বই, বৈদ্যুতিক পাখা,মোবাইল রিচার্জের দোকান খোলা রাখা যাবে। রাজ্যেও সেই অনুযায়ী ছাড় দেওয়া হচ্ছে।মন্ত্রী শ্রী নাথ জানান, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ফলে আগের তুলনায় রাস্তাঘাটে এখন লোক বাড়ছে। তবে কিছু মানুষ বিনা কারণে রাস্তায় বের হচ্ছেন।গল্পগুজব করছেন।একথা স্বীকার করে মন্ত্রী শ্রী নাথ বলেন, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।তিনি আবারো আহ্বান জানান,মানুষ যেন ঘরে থাকেন।সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৩শে এপ্রিল ২০২০