অশোকনগর রিপোর্ট,২৪পরগণাঃ
বহুদিন ধরেই সেবাধর্মী কাজে নিয়োজিত রয়েছে অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত ২০ ওয়ার্ডে্র স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী উৎসব কমিটি।বিভিন্ন এলাকায় দুঃস্থদের সেবায় নানাভাবে নিজেদের একটি দৃষ্টান্তে রেখে কাজ করে চলেছে এই সংগঠন।সম্প্রতি " সেভ লাইফ,সেভ সোসাইটি" এই ভাবনা নিয়ে অশোকনগরে আশ্রাফাবাদ ও সন্দেহিত এলাকায় অসচ্ছল ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের কাছে পৌঁছে যান অশোকনগর বৈশাখী উৎসব কমিটির কর্মকর্তারা।ইতিমধ্যেই সারা বিশ্বে মারণ থাবা বসিয়েছে করোনা ভাইরাস।ভারতেও তার আচ পড়েছে।তার মধ্যে সারা দেশে চলছে লক ডাউন।করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ লক ডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিনকার জীবনযাত্রা।
বিভিন্ন সামাজিক ক্লাব, সংগঠন ও সংস্থা সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসছে।এই প্রসঙ্গে ব্যতিক্রমী এক ভাবনায় অশোকনগর বৈশাখী উৎসব কমিটি তারা তাদের পরিষেবা প্রদানকারী যোগাযোগ নাম্বার তুলে দেন বিশেষ ভাবে সক্ষম ও অসহায় মানুষের কাছে।
লক ডাউনের সময়কালে আশ্রাফাবাদ,বাইগাছি, মানিকতলা জায়গার মত বিভিন্ন জায়গাগুলোতে নানা ত্রাণ সামগ্রী সহ প্রয়োজনীয় দ্রব্য দুঃস্থদের হাতে তুলে দিয়ে এই সংগঠন নিয়মিত পরিষেবা দিয়ে চলেছে।
বৈশাখী উৎসব কমিটির আহবায়ক দেবাশীষ মজুমদার কথা প্রসঙ্গে জানান, মানবসেবার জন্য নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখার দরকার পড়েনা।বৈশাখী উৎসব কমিটি সামর্থ্য অনুযায়ী মানবসেবা করে চলেছে এবং আগামীদিনেও এই বিষয়ে সচেষ্ট থাকবে।
তথ্য ও ছবিঋণঃ দেবাশীষ মজুমদার,
নর্থ ২৪ পরগণা
২৩শে এপ্রিল ২০২০
বহুদিন ধরেই সেবাধর্মী কাজে নিয়োজিত রয়েছে অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত ২০ ওয়ার্ডে্র স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী উৎসব কমিটি।বিভিন্ন এলাকায় দুঃস্থদের সেবায় নানাভাবে নিজেদের একটি দৃষ্টান্তে রেখে কাজ করে চলেছে এই সংগঠন।সম্প্রতি " সেভ লাইফ,সেভ সোসাইটি" এই ভাবনা নিয়ে অশোকনগরে আশ্রাফাবাদ ও সন্দেহিত এলাকায় অসচ্ছল ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের কাছে পৌঁছে যান অশোকনগর বৈশাখী উৎসব কমিটির কর্মকর্তারা।ইতিমধ্যেই সারা বিশ্বে মারণ থাবা বসিয়েছে করোনা ভাইরাস।ভারতেও তার আচ পড়েছে।তার মধ্যে সারা দেশে চলছে লক ডাউন।করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ লক ডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিনকার জীবনযাত্রা।
লক ডাউনের সময়কালে আশ্রাফাবাদ,বাইগাছি, মানিকতলা জায়গার মত বিভিন্ন জায়গাগুলোতে নানা ত্রাণ সামগ্রী সহ প্রয়োজনীয় দ্রব্য দুঃস্থদের হাতে তুলে দিয়ে এই সংগঠন নিয়মিত পরিষেবা দিয়ে চলেছে।
বৈশাখী উৎসব কমিটির আহবায়ক দেবাশীষ মজুমদার কথা প্রসঙ্গে জানান, মানবসেবার জন্য নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখার দরকার পড়েনা।বৈশাখী উৎসব কমিটি সামর্থ্য অনুযায়ী মানবসেবা করে চলেছে এবং আগামীদিনেও এই বিষয়ে সচেষ্ট থাকবে।
তথ্য ও ছবিঋণঃ দেবাশীষ মজুমদার,
নর্থ ২৪ পরগণা
২৩শে এপ্রিল ২০২০