Type Here to Get Search Results !

চেন্নাইতে আটকে থাকা ১৬৯ বাংলাদেশি দেশে ফিরেছেন

আবু আলী, ঢাকা ।। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে চতুর্থ দফায় ভারতের চেন্নাইতে আটকেপড়া ১৬৯ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শুক্রবার বিকাল ৩টার দিকে একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, গত এক মাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়েছিলেন হাজার হাজার বাংলাদেশি। করোনার কারণে গত ১৭ এপ্রিল থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হওয়ার কারণে তারা দেশে ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় ভারতে বাংলাদেশ দূতাবাস তাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। তিনি আরও জানান, বিশেষ ফ্লাইটগুলোয় শুধু বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন। যাত্রীদের করোনা ভাইরাসমুক্ত সার্টিফিকেট থাকলেও অবশ্যই বাসায় হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর যেসব যাত্রীর নেগেটিভ সার্টিফিকেট আসেনি, তাদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা রয়েছে।

২৪শে এপ্রিল ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.