Type Here to Get Search Results !

‘করোনার উপসর্গ’ নিয়ে বাংলাদেশে প্রথম সাংবাদিকের মৃত্যু

ঢাকা ব্যুরো এডিটরঃ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যেই মৃত্যুবরণ করলেন ঢাকার দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। মঙ্গলবার(২৮ এপ্রিল)দিনগত রাত সোয়া ১০টার ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকদের সন্দেহ। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাত সোয়া ৯টার দিকে খোকন ভাইকে নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই উনার অবস্থা আশঙ্কাজনক ছিল। ‘আমাদের ডাক্তাররা চেষ্টা করার মধ্যেই সোয়া ১০টার দিকে তিনি মারা যান।’ চিকিৎসকরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার অ্যাজমারও সমস্যা ছিল। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেও তা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে। সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিব রহমান জানান, তার করোনা ভাইরাসের উপসর্গ ছিল। পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছিল। তিনি জানান, আজ (২৮ এপ্রিল) রাতেই আইইডিসিআরের ব্যবস্থাপনায় তার দাফন হওয়ার কথা রয়েছে। সাংবাদিক হাবিব রহমান বলেন, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন হুমায়ুন কবির খোকন। আজ (মঙ্গলবার) সকালে শ্বাসকষ্ট ও মাথাব্যথা বৃদ্ধি পায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। হুমায়ুন কবির খোকন এর আগে দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন বলেও জানান তিনি।

২৯শে এপ্রিল ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.