Type Here to Get Search Results !

কোভিড ১৯; বিভিন্ন বাজারে ঘুরে নমুনা সংগ্রহ করছে ভ্রাম্যমান গাড়ি

তন্ময় বনিক,আগরতলাঃ
করোনার সংক্রমণ রয়েহে কিনা এর পরীক্ষায় ভ্রাম্যমাণ গাড়ি রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে নমুনা সংগ্রহ করছে।মানব দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে।তারপরই জানা যাবে সংশ্লিষ্ট ঐ ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা। 
মঙ্গলবার (২৮ এপ্রিল ) মহারাজগঞ্জ বাজারে দেখা যায় ভ্রাম্যমান গাড়িতে করে বাজারে আগত ক্রেতাদের সোয়াব টেস্ট হচ্ছে।স্মার্ট সিটি প্রকল্পের টাকায় আগরতলা পুরনিগম বিশেষ প্রযুক্তি সম্পন্ন ভ্যানটি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেয়। 
এদিন মহারাজগঞ্জ বাজারে আগত প্রত্যেক ক্রেতাকে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্রিনিং করা হয়।অর্থাৎ দেহের তাপমাত্রা পরীক্ষা করা হয়।সবজি বাজারের সামনেই দেখা যায় স্ক্রিনিং ডেস্ক।ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা।সদর মহকুমা শাসক অসীম সাহা এদিন গোটা বিষয়টা তদারকি করেন।তিনি জানান,এই ভ্রাম্যমান গাড়ি বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে।তাতে নিশ্চিত হওয়া যাবে কারোর দেহে করোনার সংক্রমণ রয়েছে কিনা।রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি বাজারে আগত ক্রেতা বিক্রেতারাও।তাদের অভিমত এতে যে কেউ নিশ্চিত হতে পারবেন দেহে করোনার সংক্রমণ রয়েছে কিনা।

ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮শে এপ্রিল ২০২০ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.