আগাম ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৪ এপ্রিল ) থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন।প্রথম দিনে খুবই ব্যস্ত ছিলেন পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা।তিনি বিভিন্ন সেন্টারে গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
খাতা দেখার প্রক্রিয়া সম্পর্কে তাদের পুনরায় অবগত করেন।ব্যস্ততার মাঝেই জানান,তিনটি স্কুলে উচ্চ মাধ্যমিক ও ১০টি স্কুলে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা হবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন কক্ষে শিক্ষক শিক্ষিকাদের বসানো হয়েছে।দুই হাজারেরও বেশি শিক্ষক এই কাজে নিযুক্ত হয়েছেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৪শে এপ্রিল ২০২০