Type Here to Get Search Results !

বাংলাদেশে এক সংবাদকর্মী করোনায় আক্রান্ত, আইসোলেশনে ৪৭

আবু আলী, ঢাকা ।। বাংলাদেশে এক সাংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৬ মার্চ জ্বর দেখা দিলে ছুটিতে ছিলেন তিনি। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিত পায়। আক্রান্ত ব্যক্তি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত।
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক এম শামসুর রহমান জানান, করোনায় আক্রান্ত এ সংবাদকর্মী এখন পুরোপুরি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার সংস্পর্শে আসা ৪৭জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আক্রান্ত ঐ সংবাদকর্মীকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৩রা এপ্রিল ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.