এ সময় ইন্দো-বাংলা সেতুবন্ধনের কলকাতা শাখার সদস্য আশিষ ঘোষ, পুতুল দাস মিত্র, সুবোদ দাস, বাপ্পী হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন।
কলকাতা শাখার সাধারণ সম্পাদক অজন্তা দেববর্মণ জানান, ইন্দো-বাংলা সেতুবন্ধন পরিবারের কিছু সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরান ভালবাসা। আজ বিশ্বের এই পরিস্থিতিতে নিজের জীবনের সংক্রমনের ঝুঁকি নিয়ে সমস্ত রকম সচেতনতা অবলম্বন করে এই মহত কাজ করলেন সত্যি আমি কুর্নিশ করি উনাদেরকে। দুর্ভাগ্য কলকাতার বাইরে আছি বলে এই মহান কাজে উপস্থিত থাকতে পারলাম না। আমি না থাকলেও কিছু সদস্য আমাকে এই মহত কাজের জন্য ফোনে সম্মতি জানিয়ে মহৎ কাজটি সম্পন্ন করেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই। অন্যদিকে গত ২৯ মার্চ খোয়াই সাহিত্য বাসরের তরফে ২কেজি আটা আলু পিয়াজ তেল সাবান দেওয়া হয়েছে।
২রা এপ্রিল ২০২০