এখন আমি চাইলেই পৃথিবীর মালিকানা দাবী করতে পারি। শুনেছি পৃথিবীতে যার কেউ থাকে না সমস্ত পৃথিবীটাই নাকি তার হয়ে যায়। আমি একদিন তোমার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম- যদি পারতাম, সমস্ত পৃথিবীটাই তোমার নামে লিখে দিতাম। আজ সেই স্বপ্নবোনা দিন আজ আমার বিলিয়ে দেবার দিন আজ আমার পৃথিবীটা তোমার হাতে ধরিয়ে দেবার দিন; অথচ, আমার পৃথিবী আজ জরাগ্রস্ত আমার পৃথিবী আজ ভয়ঙ্কর অসুখে ভুগছে মানুষের চোখে মুখে আতঙ্ক- কখন বুঝি পরপারের ডাক এসে যায়; আমার পৃথিবীর বুকে বুভুক্ষু মানুষের দল এক থালা ভাতের জন্য ছুটে যাচ্ছে দিগ্বিদিক আমার পৃথিবী আজ নিস্তব্ধ শ্মশান মাথার ওপরে কাক ডাকছে কা কা করে চৌরাস্তার মোড়ে নির্বাক চোখে দাঁড়িয়ে আছে অনাহারী কুকুরের দল; আমার পৃথিবী আজ ঘরে ঘরে বন্দী হয়ে আছে কারো ঘরে রান্না কারো ঘরে কান্না; আমার পৃথিবীর বাতাসে বাতাসে বিষ ক্রমেই গলা থেকে নেমে আসছে ফুসফুসের শিরায় তারপর ধীরে ধীরে বন্ধ হচ্ছে বাতাস; হ্যা, এটাই আমার পৃথিবী ! এই মৃত লাশের গন্ধ ভেসে আসা বিশুষ্ক পৃথিবী তো আমি তোমার হাতে তুলে দিতে পারি না কারো হাতেই না... যে পৃথিবীকে আজ আমি নিজের বলে ভাবছি তোমারা কি এরকম পৃথিবী চেয়েছিলে...?
-- অনিন্দ্য অমাত,বাংলাদেশ
২রা এপ্রিল ২০২০