Lockdown ....................
উন্নত বলে দম্ভে তুই কাদিয়েছিস তারে কত মাতৃস্নেহে অন্ধ মা ভুলেছে সব ক্ষত মাতৃস্নেহের কালো কাপড় হয়েছে আলগা আজ তাই বুঝি এই আহাম্মকদের ঘরবন্দীর সাজ? কেউ ভাবছে কাটবে কি করে ঘর বন্দির দিন, কেউ বা ভাবে ক্ষুধা পেটে নিয়ে মেটাবে কি দিয়ে ঋণ? টুনটুনি দি বেশ ভালই আছে, রোজ করছে নতুন ট্যুর... রাজার ধনের মোহ ছেড়ে সে ভাঁজছে নতুন সুর। কর্মব্যস্ত মানুষটাও share করছে meme, ঘরে বসে কুড়ে লোকটাও miss করছে gym, পাঁচ বছরের আগের message এও হচ্ছে reply send, অতি সহজে korean coffee করছে set trend, Lockdown এর দিনগুলো লিখছে নতুন গল্প, মন খারাপের মাঝেও তাদের সময় দিও অল্প।
- তৃষা সরকার,কলকাতা
২৬শে এপ্রিল ২০২০
উন্নত বলে দম্ভে তুই কাদিয়েছিস তারে কত মাতৃস্নেহে অন্ধ মা ভুলেছে সব ক্ষত মাতৃস্নেহের কালো কাপড় হয়েছে আলগা আজ তাই বুঝি এই আহাম্মকদের ঘরবন্দীর সাজ? কেউ ভাবছে কাটবে কি করে ঘর বন্দির দিন, কেউ বা ভাবে ক্ষুধা পেটে নিয়ে মেটাবে কি দিয়ে ঋণ? টুনটুনি দি বেশ ভালই আছে, রোজ করছে নতুন ট্যুর... রাজার ধনের মোহ ছেড়ে সে ভাঁজছে নতুন সুর। কর্মব্যস্ত মানুষটাও share করছে meme, ঘরে বসে কুড়ে লোকটাও miss করছে gym, পাঁচ বছরের আগের message এও হচ্ছে reply send, অতি সহজে korean coffee করছে set trend, Lockdown এর দিনগুলো লিখছে নতুন গল্প, মন খারাপের মাঝেও তাদের সময় দিও অল্প।
- তৃষা সরকার,কলকাতা
২৬শে এপ্রিল ২০২০