Type Here to Get Search Results !

আখাউড়ায় টিলায় ফাটল, ঝুঁকিতে অর্ধশত পরিবার

আবু আলী, ঢাকা।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুরমুড়া গ্রামের টিলায় ফাটল দেখা দিয়েছে। ফলে ওই টিলায় থাকা আটটি বাড়িসহ টিলার নিচে অন্তত ৪০টি বসতবাড়ি ঝুঁকিতে রয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা বিষয়টি নিশ্চিত করে জানান, সব মিলিয়ে অর্ধশত পরিবারের ঘরবাড়ি সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরমুড়ায় বসবাসকারীদের জানমাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৪ ঘণ্টার মধ্যে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরিয়ে নিতে বাধ্য করা হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জয়পুরমুড়া এলাকাটি পাহাড়ি টিলার মতো উঁচু স্থানে। গত বৃহস্পতিবার এই মুড়ায় ফাটল দেখা দেয়। এতে বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন। ইউএনও জানান, ওই এলাকার বাড়িঘরগুলো উঁচু জায়গায়। ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে টিলায় ফাটল ধরেছে। যে কারণে ওই এলাকার প্রায় ৫০টি বাড়ি ঝুঁকিতে আছে। এর মধ্যে টিলায় থাকা আটটি বাড়ির সবাইকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। তাদের অনেককে স্থানীয় একটি স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। অনেকে আত্মীয়ের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছেন।

২৬শে এপ্রিল ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.