Type Here to Get Search Results !

কেন্দ্রীয় সরকারের প্যাকেজে ত্রিপুরার প্রাপ্তি ৪ হাজার ৮০২ কোটি ৮৮ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
কেন্দ্রীয় সরকার যে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে ত্রিপুরার প্রাপ্তি ৪ হাজার ৮০২ কোটি ৮৮ লক্ষ টাকা।তাতে কৃষি,শিল্প,এমএসএমই সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হবে।শুক্রবার (২২ মে) মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি আরও বলেন,রাজ্যের কৃষকরা ৩২ কোটি টাকা লাভ পাবেন।এক লক্ষ ৪২ হাজার কৃষককে নতুন কিষাণ কার্ড দেওয়া হয়েছে।১৫ হাজার নতুন জব কার্ড দেওয়া হবে রেগার কাজের জন্য।রাজ্যের প্রতিটি জেলায় ইএসআইসি হাসপাতাল গড়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।এদিকে কাজের সময়সীমা ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,এটা সাময়িক।মাত্র তিন মাসের জন্য।বিরোধীরা এনিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।এছাড়াও বিভিন্ন ইস্যুতে কথা বলেন মুখ্যমন্ত্রী।এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ও মুখ্যসচিব মনোজ কুমার।

২২শে মে ২০২০ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.