Type Here to Get Search Results !

ত্রিপুরায় করোনা সংক্রমণে আরও ১৬ : আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে বিধিনিষেধ পালন করার আহ্বান মুখ্যমন্ত্রীর

আরশিকথা ডেস্ক, আগরতলাঃ
ত্রিপুরায় কোভিড-১৯ এর সংক্রমণ আরও ১৬ জনের মধ্যে পাওয়া গেছে। মহারাষ্ট্র থেকে আসা ট্রেন যাত্রীদের মধ্য থেকে পাওয়া গেছে এই সংক্রমণ। তাদের আগরতলায় শহিদ ভগৎ সিং যুব আবাসে নিয়ে আসা হচ্ছে। ট্রেনটি পরশু আগরতলায় পৌঁছেছিল বলে জানা গেছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ৯৯৬ টি নমুনা পরীক্ষা করার পর এই ১৬ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এরই সঙ্গে রাজ্যে করোনা সংক্রমণের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯১ তে। এর মধ্যে ১৫৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। ৩৬ জন বর্তমানে চিকিৎসাধীন। একই সঙ্গে ত্রিপুরার সবকটি জেলাতেই বর্তমানে সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ৬ জন, সিপাহীজলা জেলায় ৫ জন, খোয়াই জেলায় ২ জন, গোমতী জেলায় ৬ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২ জন, ধলাই জেলায় ১৬৪ জন, ১ জন এবং ঊনকোটি জেলায় একজন এবং উত্তর ত্রিপুরা জেলায় পাঁচ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিএসএফের মধ্যে সংক্রমনের পর, বহিঃরাজ্য থেকে ফিরে আসাদের মধ্যেই এখনো পর্যন্ত সংক্রমণ পরিলক্ষিত হচ্ছে।

ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

২৩শে মে ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.