Type Here to Get Search Results !

লক ডাউনের সময়কালে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় আরশিকথা


নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
করোনা পরিস্থিতিতে লক ডাউনের মধ্যে দুর্গতদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন সংস্থা বা সংগঠন।আর তাতে পিছিয়ে নেই অনলাইন বাংলা নিউজ পোর্টাল আরশিকথা।সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকেই লক ডাউনের মধ্যে দ্বিতীয় পর্যায়ে দুঃস্থদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আরশিকথা পরিবারের তরফে।প্রসঙ্গত,ইতিপূর্বেই লক ডাউনের শুরুর দিকে আর্থিক ভাবে অসচ্ছল পরিবারের জন্য পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক এর হাতে কিছু ত্রাণ সামগ্রী সহ পিএম কেয়ার ফান্ডে স্বল্প অর্থ দান করা হয়েছিলো পরিবারের তরফে।
সোমবার (২৫ মে) দ্বিতীয় পর্যায়ে আগরতলার বনমালীপুরস্থিত আরশিকথা'র মূল কার্যালয়ের সামনে নির্মাণ শ্রমিকদের ৬ পরিবারের হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাল,আলু,পেয়াজ,ডিম সহ মাস্ক,গ্লাভস এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়।


এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আরশিকথা পরিবারের অন্যতম এক প্রধান উপদেষ্টা তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক ডঃ আশিস কুমার বৈদ্য,প্রধান সম্পাদক শান্তনু শর্মা,সাংবাদিক তন্ময় বনিক,চিত্র সাংবাদিক সুমিত কুমার সিংহ,কারিগরি বিভাগের প্রধান দুই সদস্য সন্তোষ পাল এবং ইন্দ্রজিৎ দেবনাথ।দুর্গতরা আরশিকথা'র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।প্রধান সম্পাদক শ্রী শর্মা বলেন, আগামী দিনেও তারা এই প্রয়াস জারি রাখতে চান পাশাপাশি এই উদ্যোগকে সফল করে তোলার বিষয়ে পরিবারের যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন,বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে মানুষকে অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে হবে।তবে সরকার প্রদত্ত সব বিধিনিষেধ মেনেই থাকতে হবে।পরিশেষে তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


ছবিঃ নিজস্ব
২৫শে মে ২০২০       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.