আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নজরুল চিরকাল" ...... উওর ২৪ পরগণা থেকে দেবাশীষ মজুমদার

    আরশি কথা
    নজরুল চিরকাল"

    তুমি প্রতিবাদী ,সাহিত্যে
    তুমিই স্বাধীনতা সংগ্রামীদের
    উৎসাহ দিয়েছিলে;
    তুমিই মানবতার জন্য গান ধরো,
    তোমার মন্ত্রে উদবুদধ হয়ে 
    চেয়ে দেখো ,করোনা ভাইরাসে বিপন্ন অসহায় মানুষদের জন্য জাত ধর্ম ভুলে ;
    রক্ত দিচ্ছে আর নিচ্ছে 
    মানুষ ধর্মের রুপ ধরে।
    আমফান ঘূর্নি ঝড়ে
    দিশাহারা মানবজাতি ,
    সব কিছু ভুলে শুধুমাত্র 
    আশ্রয়স্থল খোঁজ করে 
    একটু মাথা গো৺জবার জন্য।
    তুমিই তো আমাদের  মূর্ত সম্প্রীতি
    মানবতার একমাএ প্রতীক ;
    তাই তোমাকে মনে করা আমাদের স্বভাবধর্মে একটি দিন মাত্র,
    কিন্তু বিপর্যয়ে, সামাজিক অনাচারে,কিংবা অসাম্যতার বিরুদ্ধে,

     নজরুল তুমি আমাদের দুঃখে সুখে রয়েছো দিবারাত্র।

    - দেবাশীষ মজুমদার
    আশ্রাফাবাদ,অশোকনগর
    উওর ২৪ পরগনা

    ২৫শে মে ২০২০
    3/related/default