মা" এই শব্দটির গভীরতা ও বিশালতা এতই বেশি যে তার কাছে সপ্তসিন্ধুও হার মানে।
মা" পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম।
মা" যে শব্দটি শুনলেই মন জুড়িয়ে যায় মনে আসে পরম শান্তি।
মা" আমাদের স্নেহ আদর ভালোবাসায় লালন পালন করেন ।
আমরা বড় হই তার স্নেহে যত্নে ,আমরা জীবনের চলার পথে এগিয়ে যাই আবার কখনো থমকেও যাই।
মা" আমাদের প্রতিটি সুখ-দুঃখের সাথী হয়ে থেকে যায়।
মা" যেমন থাকে সন্তানের সাফল্যের আনন্দে তেমনি থাকে হাড় কাঁপানো জ্বরে নিদ্রাহীন রাত্রে।
মা" ,তুমি আমায় শাসন করেছ বকেছো ,মেরেছো।
অথচ আমি যখন বার বার ভেঙে পড়েছি তখন তুমিই আমার পাশে ছিলে।
তুমিই বুঝিয়েছো অকৃত্রিম ভালোবাসা কাকে বলে।
তুমিই শিখিয়েছো বর্ণপরিচয় ,তুমি শিখিয়েছো ধারাপাত।
তুমিই শিখিয়েছো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য ।
তুমি শিখিয়েছো ভালো আর মন্দের তফাৎ।
মা" তোমার গর্ভ আমার কাছে স্বর্গের ন্যায় ।
তোমার কাছে আমি চির ঋণী।
- দীপান্বিতা দেব, ত্রিপুরা
১০ই মে ২০২০
মা" পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম।
মা" যে শব্দটি শুনলেই মন জুড়িয়ে যায় মনে আসে পরম শান্তি।
মা" আমাদের স্নেহ আদর ভালোবাসায় লালন পালন করেন ।
আমরা বড় হই তার স্নেহে যত্নে ,আমরা জীবনের চলার পথে এগিয়ে যাই আবার কখনো থমকেও যাই।
মা" আমাদের প্রতিটি সুখ-দুঃখের সাথী হয়ে থেকে যায়।
মা" যেমন থাকে সন্তানের সাফল্যের আনন্দে তেমনি থাকে হাড় কাঁপানো জ্বরে নিদ্রাহীন রাত্রে।
মা" ,তুমি আমায় শাসন করেছ বকেছো ,মেরেছো।
অথচ আমি যখন বার বার ভেঙে পড়েছি তখন তুমিই আমার পাশে ছিলে।
তুমিই বুঝিয়েছো অকৃত্রিম ভালোবাসা কাকে বলে।
তুমিই শিখিয়েছো বর্ণপরিচয় ,তুমি শিখিয়েছো ধারাপাত।
তুমিই শিখিয়েছো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য ।
তুমি শিখিয়েছো ভালো আর মন্দের তফাৎ।
মা" তোমার গর্ভ আমার কাছে স্বর্গের ন্যায় ।
তোমার কাছে আমি চির ঋণী।
- দীপান্বিতা দেব, ত্রিপুরা
১০ই মে ২০২০