Type Here to Get Search Results !

জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ধর্না

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামলো প্রদেশ কংগ্রেস।রাজ্যের প্রতিটি জেলায় ধর্না প্রদর্শন করা হয়।আগরতলায় কংগ্রেস ভবনের সামনে ধর্না প্রদর্শন করেন দলীয় নেতা কর্মীরা।এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
তিনি বলেন,আন্তর্জাতিক বাজারে তেলের দাম যে হারে কমেছে তাতে দেশের বাজারে পেট্রোলের দাম এখন ২০ টাকা প্রতি লিটার হওয়ার কথা।ইউপিএ সরকারের আমলের সঙ্গে এখন তুলনা করলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২৪০ শতাংশ কমেছে।তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি আজ বিপন্ন।আর যখনই দেশের অর্থনীতি বিপন্ন হয়ে পড়ে তখনই মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপানো হয়।যেমনটি হয়েছিলো জিএসটি'র বেলায়।এখন পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো।গত ২৩ দিনের মধ্যে ২২ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে বলে তীব্র উষ্মা ব্যক্ত করেন তিনি।পিসিসি সভাপতি দাবি জানান,অবিলম্বে যেন মোদি সরকার জ্বালানী তেলের দাম কমিয়ে মানুষকে নিস্তার দেয়।


কংগ্রেসের এদিনের কর্মসূচীতে অনেক মহিলা সদস্যারাও উপস্থিত ছিলেন।
সারা দেশেই এদিন জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন কর্মসূচী পালন করে কংগ্রেস।


ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

২৯শে জুন ২০২০ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.