আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরিবেশ দিবস উপলক্ষে ভাট ' এর বিশেষ পদক্ষেপ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    শুক্রবার (৫ জুন) ভলান্টারী হেলথ এ্যাসোসিয়েশন অব ত্রিপুরার তরফে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়।এদিন সকালে গান্ধীগ্রাম বনদপ্তরের কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে এক প্রচার গাড়ির সূচনা করেন ভারত সরকারের আধিকারিক পি. কে. কৌশিক এবং ভাট ' এর সহ-অধিকর্তা সুজিত ঘোষ।
    এবছর প্রচার গাড়ির থিম ছিলো ' জৈব বৈচিত্র্য ' এবং 'মানব কল্যাণে প্রকৃতির অবদান'। এই বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলার ৫টি ব্লক এবং সিপাহীজলা জেলার গকুল নগরে বিশেষ ভাবে প্রচার করা হয়।এদিন দিবসটিকে গুরুত্ব দিয়ে সমস্ত ব্লক আধিকারিক,চেয়ারম্যান এবং খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। প্রচারকার্যের পাশাপাশি সাধারণের মধ্যে ' পরিবেশ দিবস 'এর গুরুত্ব সম্পর্কিত লিফলেটও বিতরণ করা হয়।পরিবেশ দিবসের এই অনুষ্ঠানে চাইল্ড লাইন আগরতলা এবং সিপাহীজলা জেলার কর্মীগণও অংশ নেন । ভলান্টারী হেলথ এ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এই পদক্ষেপটি সর্বসাধারণের দ্বারা উচ্চ প্রশংসিত হয়।

    ৭ই জুন ২০২০      
    3/related/default