আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তদানের মধ্য দিয়ে পালিত রক্তদাতা দিবস

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    প্রতি বছর ১৪ জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয়।রক্তের গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার এর জন্মদিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হচ্ছে।তাই এউপলক্ষে রবিবার (১৪ জুন) রাজধানীর বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়।
    শিশুবিহার স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুলেই এক রক্তদান শিবির হয়।তাতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ,সাংসদ প্রতিমা ভৌমিক ও আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার।শিক্ষামন্ত্রী বলেন,রক্তের বিকল্প নেই।তাই রক্তের বিকল্প রক্তই। দানের মাধ্যমেই এর চাহিদা পূরণ করতে হয়।
    তিনি তথ্য দিয়ে বলেন,১৯৩০ সালে রক্তের গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার নোবেল পেয়েছিলেন।২০০১ সালে ১১তি দেশকে নিয়ে ডব্লিউএইচও (WHO) বিশ্ব রক্তদাতা দিবস পালনের ঘোষণা দেয়।মন্ত্রী শ্রী নাথ সকল অংশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

    ছবিঃ সংগৃহীত
    ১৪ই জুন ২০২০ 
    3/related/default