আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি'র আত্মবলিদান দিবসে বিজেপি

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি'র ৬৭তম আত্মবলিদান দিবস পালন করলো প্রদেশ বিজেপি।মঙ্গলবার(২৩ জুন) সকালে দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদক টিঙ্কু রায়।এছাড়া রাজ্য স্তরের বড় মাপের নেতাদের দেখা যায়নি।উপস্থিত নেতা কর্মীরা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি'র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।শ্রী রায় বলেন,করোনা পরিস্থিতির কারণে বড় পরিসরে দিনটি উদযাপন করা হয়নি।তবে প্রতিটি বুথ অ ওয়ার্ড স্তরে জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি'র আত্মবলিদান দিবস উদযাপন করা হয়। 
    এদিন সাংসদ প্রতিমা ভৌমিক তার সরকারি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি'র আত্মবলিদান দিবস পালন করেন।তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর শ্রদ্ধা জানান।শ্রীমতী ভৌমিক বলেন,এবারের আত্মবলিদান দিবস একটি অন্যমাত্রা পেয়েছে।ভারত কেশরীর স্বপ্ন ছিলো জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ।২০১৯ সালের ৫ আগস্ট সেই ৩৭০ ধারা বিলোপ করা সম্ভব হয়েছে তাঁর যোগ্য উত্তরসূরী নরেন্দ্র মোদি ও অমিত শাহ এর প্রচেষ্টায়।
    সাংসদ প্রতিমা ভৌমিক নত মস্তকে প্রণাম জানান ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৩শে জুন ২০২০ 
    3/related/default