আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনায় আক্রান্ত বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী

    আরশি কথা
    আবু আলী, ঢাকা ।। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। খবরটি বাণিজ্যমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য স্যাম্পল দিই। গতকাল বিকেলে নমুনায় করোনার রেজাল্ট পজিটিভ আসে।’ করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী। তার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী ১১ জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ও ১৫ জুন সোমবার সম্পূরক বাজেট পাসের দিন জাতীয় সংসদের অধিবেশনেও উপস্থিত ছিলেন। এ নিয়ে সরকারের মন্ত্রিপরিষদের চার সদস্য করোনা পজিটিভ হলেন। অন্যরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এদের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। আর টিপু মুনশিকে নিয়ে ১৩ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

    ১৭ই জুন ২০২০
    3/related/default