Type Here to Get Search Results !

আগরতলায় সূর্যগ্রহণ ৭১ শতাংশ


নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
বলয়গ্রাস সূর্যগ্রহণ।মোটামুটি স্পষ্টই দেখা গেলো রাজ্যের আকাশ থেকে।তবে কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যগ্রহণ দেখা যায়নি।খালি চোখে অবশ্য গ্রহণ দর্শন না করার জন্য আগেই সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
আগরতলায় গ্রহণ শুরু হয় ১০টা ৫৬ মিনিটে।গ্রহণ শেষ হয় ২টা ২৪ মিনিটে।আগরতলা থেকে সূর্যের সর্বাধিক ৭১ শতাংশ গ্রাস হতে দেখা যায়।সময় তখন ১২টা ৪৫ মিনিট।বিমান বন্দরস্থিত আবহাওয়া দপ্তর থেকে এতথ্য জানা যায়।সেখান থেকে আরও বলা হয় ১৯৩৪ সালে সূর্যের সর্বাধিক ৯৯.৪ শতাংশ গ্রাস হয়েছিলো।এবারও সর্বাধিক ৯৯.৪ শতাংশ গ্রাস হয়।তবে এই দৃশ্য আগরতলা থেকে দেখা যায়নি।অন্যান্য বছর আগরতলায় সুকান্ত একাডেমিতে গ্রহণ দর্শনের ব্যবস্থা করা হয়।এবছর করোনা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জন্য তা করা হয়নি।

তবে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক সহ বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রের সাহায্যে গ্রহণ দর্শন করেন।এদিন গ্রহণ চলাকালীন শহরে লোকজনের যাতায়াতও কম দেখা যায়।রবিবার (২১ জুন) হলেও অন্য সময়ের তুলনায় গ্রহণ চলাকালীন মানুষকে রাস্তায় বের হতে তেমন দেখা যায়নি।অনেক বাড়িঘরে রন্ধন প্রক্রিয়াও এসময়ে বন্ধ ছিলো।বেলা আড়াইটার পর ঐ সমস্ত পরিবারে রান্নার কাজ শুরু হয়।গ্রহণ শেষের পর অনেকে নদী বা পুকুরে স্নানও করেন। 

প্রধান ছবিঃ প্রতিভাস দেব
ছবিঃ সুমিত কুমার সিংহ

২১শে জুন ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.