আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মরণোত্তর চক্ষু ও দেহদান শিবির করার আহ্বান বিরোধী দলনেতার

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    এসএফআই এবং ডিওয়াইএফআই এর নতুন নগর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার(২১ জুন) এক রক্তদান শিবির হয়।মেলারমাঠস্থিত ছাত্রযুব ভবনে এই শিবির হয়েছে।সেখানে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার।
    তিনি বলেন,এক সময় রক্তদান শিবির যে পরিমাণ হতো এখন সেভাবে হচ্ছেনা।তাছাড়া মরণোত্তর চক্ষুদান ও দেহদান শিবির তো হচ্ছেই না।কেউ মরণোত্তর চক্ষুদান করলে সেই চক্ষু দিয়ে একজন দৃষ্টিহীন লোক পৃথিবীর আলো দেখতে পারেন।তাই তিনি আহ্বান জানান,মরণোত্তর চক্ষুদান ও দেহদান শিবির করার।বিরোধী দলনেতা বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসার জন্য বাম ছাত্র যুবদের প্রশংসাও করেন।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২১শে জুন ২০২০ 
    3/related/default