আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তদান শিবিরে বিরোধী দলনেতা

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    বামপন্থী বিভিন্ন সংগঠনগুলি ইদানিং রক্তদান শিবিরে বিশেষ গুরুত্ব দিয়েছে।সিটু,ডিওয়াইএফআই এবং এসএফআই এর যৌথ উদ্যোগে রবিবার(২৮ জুন) এক রক্তদান শিবির হয়।উক্ত সংগঠনগুলি দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটির তরফে মেলারমাঠস্থিত ছাত্রযুব ভবনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার।তিনি রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি এধরণের সামাজিক কর্মকান্ডের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন।
    শিবির ঘিরে উক্ত তিন সংগঠনের নেতা কর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছে।প্রসঙ্গত,ইদানিং সিপিএমের বিভিন্ন সংগঠনগুলি অঞ্চল ভিত্তিক রক্তদান শিবিরের আয়োজন করছে।তথ্যভিজ্ঞ মহলের অভিমত তাতে সামাজিক কাজ যেমন হচ্ছে তেমনি সংগঠনকেও মজবুত রাখা সম্ভব হচ্ছে। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ২৮শে জুন ২০২০
    3/related/default