Type Here to Get Search Results !

চিনের প্রতি মোদি'র নরম মনোভাব কেন ?...প্রশ্ন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
চিন ও ভারতের সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকছে তখনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে নানা প্রশ্ন ছুড়ে দিলো কংগ্রেস।রবিবার(২৮ জুন) পিসিসি'র সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এক সাংবাদিক সম্মেলন করেন।সেখানে তিনি বলেন,উপগ্রহ চিনে দেখা যায় ভারতের সীমান্তে অবস্থান করে আছে চিনা বাহিনী।অথচ প্রধানমন্ত্রী বলছেন চিনা ফৌজ ভারতের সীমান্ত অতিক্রম করেনি।প্রশ্ন তোলেন,চিনের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র নরম মনোভাব কেন?কেন পাঁচবার চিন সফর করেছেন? চায়নার বিভিন্ন কোম্পানিগুলি কেন বিতর্কিত প্রধানমন্ত্রী'র ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করছে সেই প্রশ্নও তোলা হয়।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে কেন আরটিআই এর আওতার বাইরে রাখা হয়েছে সেই প্রশ্নও তোলে কংগ্রেস।
এদিনের সাংবাদিক সম্মেলনে শ্রী বিশ্বাস দাবি করেন,প্রধানমন্ত্রী যেন এসমস্ত প্রশ্নগুলির উত্তর দেন।সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।রাজনৈতিক মহলের অভিমত কংগ্রেস এই সময়ে চিনের চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র বিরুদ্ধে বেশি সরব রয়েছে।তাতে আখেরে কংগ্রেস কতটা লাভবান হবে তা বলবে সময়ই।এদিকে প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত কমল পাল এর স্মরণসভার আয়োজন করে পিসিসি।গত ২১ জুন রাতে প্রয়াত হয়েছিলেন তিনি।তাঁর মৃত্যুতে গভীর শোক জানান পিসিসি সভাপতি শ্রী বিশ্বাস।

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

২৮শে জুন ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.