Type Here to Get Search Results !

এডিসি নির্বাচনে জোট নিয়ে যেকোনো দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
এডিসি নির্বাচনের আগে জোট নিয়ে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে রাজি আইএনপিটি।বিশেষ করে আঞ্চলিক দলগুলির সঙ্গে।শনিবার(১৮ জুলাই) আইএনপিটি'র কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের রাজ্য সভাপতি বিজয় রাঙ্খল।
তিনি রাজ্যের বরতমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।বলেন,বিরোধীদের কোনও রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেওয়া হচ্ছে না।আগামী ২৫ জুলাই খুমলুঙে নুয়াই অডিটোরিয়ামে আইএনপিটি'র একটি কর্মসূচী করার কথা ছিলো।কিন্তু মুখ্যসচিব তার অনুমোদন বাতিল করে দেন।আগেও আইএনপিটি'র সঙ্গে এমন হয়েছে।প্রশাসনের তরফে অনুমোদন না দেওয়ায় কোর্টে যেতে হয়েছে।তিনি আক্ষেপ করে বলেন, বিজেপি'র কোনও অনুষ্ঠানে বাধা নেই অথচ বিরোধীদের অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না।দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, রাজ্য সরকার যেন সব দলের সঙ্গে সমানভাবে আচরণ করে।দুই শরিক বিজেপি ও আইপিএফটি'র মধ্যে যেভাবে উত্তেজনাকর ঘটনা ঘটছে তাতে রাজ্যবাসী আতঙ্কিত।এদিন আইএনপিটি'র এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।তারপরই সাংবাদিক সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি তুলে ধরেন।

ছবিঃ সংগৃহীত

১৮ই জুলাই ২০২০     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.