আমাদের পাপবোধ নেই...
করোনা কাল বন্ধ্যাকাল ধর্ষণকাল এই করোনাকালেও মানুষের মনে পাপবোধ জাগে না। কোনো বোনকেই নিরাপদ রাখতে পারিনি। লাশের মিছিলের পাশে ধর্ষিত বোনের বিভৎস চেহারা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে তার আর্তি আমাদের আত্মার গভীরে কোনোকালেই প্রবেশ করবে না। যদিও আজ ঘুমিয়ে পড়লে কাল লাশ হয়ে যাবো আমাদের আত্মশ্লাঘা নেই বলে কোনো পাপবোধও নেই।
- সাইফুর রহমান কায়েস
বাংলাদেশ
১লা জুলাই ২০২০
করোনা কাল বন্ধ্যাকাল ধর্ষণকাল এই করোনাকালেও মানুষের মনে পাপবোধ জাগে না। কোনো বোনকেই নিরাপদ রাখতে পারিনি। লাশের মিছিলের পাশে ধর্ষিত বোনের বিভৎস চেহারা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে তার আর্তি আমাদের আত্মার গভীরে কোনোকালেই প্রবেশ করবে না। যদিও আজ ঘুমিয়ে পড়লে কাল লাশ হয়ে যাবো আমাদের আত্মশ্লাঘা নেই বলে কোনো পাপবোধও নেই।
- সাইফুর রহমান কায়েস
বাংলাদেশ
১লা জুলাই ২০২০