আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গতর " ... ত্রিপুরা থেকে শ্যামল কান্তি দে'র কবিতা

    আরশি কথা
    গতর "

    ই বাবু দিখ দিখ মু কে দিখ
    মু তহর পছন্দের ছেমরি গাঁ
    ইখনও যৌবনের সুরে কথথা বইলি ৷
    মু-র পুড়া কপালে তুকে মিল্লক
    তহর মিস্টি পানের সুভাষ মুর গতরে
    আইজও মু কে জগাই তুইলে গাঁ ৷
    সুরমা চুখে জিজ্ঞাস কইরেছিলেক
    ""তহর বিহা হয় লাই""
    মু লেইচে লেইচে বইলেছিলম
    মরদ ছাইড়ে দিছে আর আইসে লাই ৷
    ইখন থেইকে তুই মুর মরদ হইবেক
    পেট মানে লাই , ভাত খেইতে চায়
    তুমক ভাতের বদ্দলে গতর দিলম ৷
    পান চিবাইতে চিবাইতে রসটা ফেইলে
    কান গলা চুড়ির হপন দিখাইলি মু কে
    কতত দিন ধইরে সাজাইলি ৷
    আইজ হামক ভুইলে গেলি বাবু
    কুন দুষে জড়াইলি হামদের মিল্লন
    পেটের জইন্য টকা লাইগে বঠ্য ৷
    মু-ত রুজ্জি কইরে ভাত লিবেক
    কাম লাই মিল্লেক ত মালিক 
    গতর চাইলক ই দুষ কি হামার ?
    তখখন কেউ চাইলক লাই হামক
    যৌবন পততার মত উইরে গেইল ৷
    লিকিন বাবু হামদের সুরজ ইখন
    ডাগর হইছেক সাঁঝ বিহানে ,
    বাপ খুঁইজে বাগগান থেইকে বিরানে ,
    মু ইখনও বলি লাই বাপের মুখ ৷
    হাতে টাংঙি দিয়ে বইলে গেইল
    বাপ আইলে শক্ত কইরে ধইরবি মা ৷
    বইলে দিবি গরীবের  গতর 
    রুজ্জি কইরতে জানে ,অর 

    হক খুঁইজে লয় রক্তের বদদলে ||

    শ্যামল কান্তি দে
    ত্রিপুরা

    ২৭শে জুলাই ২০২০
    3/related/default