আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রয়াত প্রাক্তন বিধায়ককে অন্তিম বিদায়

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    প্রয়াত প্রাক্তন বিধায়ক ব্রজেন্দ্র মগ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার(২ জুলাই) আগরতলায় আনা হয়।হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
    এদিন সকালে শবদেহ প্রথম নেওয়া হয় বিধানসভা ভবনে।সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানান আইনমন্ত্রী রতন লাল নাথ,বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস,মুখ্য সচেতক কল্যাণী রায়,বিধায়ক রতন চক্রবর্তী, সুদীপ রায় বর্মণ, আশিষ কুমার সাহা সহ অন্যান্যরা।


     প্রত্যেকেই গভীর শোক ও সমবেদনা ব্যক্ত করেন।সেখান থেকে শবদেহ আনা হয় কংগ্রেস ভবনের সামনে।এখানে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
    ছিলেন সুবল ভৌমিক সহ অন্যান্য কার্যকর্তারাও

    এছাড়া এনএসইউআই এর পক্ষ থেকেও কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ব্রজেন্দ্র মগ চৌধুরীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য এনএসইউআই এর সভাপতি রাকেশ দাস ও সহসভাপতি মহঃ সাহাজান ইসলাম।তারপর শব শকট রওয়ানা হয় দক্ষিণ জেলায় প্রয়াত প্রাক্তন বিধায়কের বাড়ির উদ্দেশ্যে।প্রসঙ্গত,ব্রজেন্দ্র মগ চৌধুরী কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্ধিতা করে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন।এদিনই তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ২রা জুলাই ২০২০  
    3/related/default