আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বর্ষা তুমি" ...... ত্রিপুরা থেকে মৌসুমী কর এর কবিতা

    আরশি কথা
    বর্ষা তুমি" 
    -------

    কাব্যসিক্ত বর্ষা তুমি 
    বেহিসেবি হয়ে 
    যখন তখন চলে আসো
    সৌখিনতা তোমাকে 
    কবে মানাতো বলতে পারো?
    আলুথালু বেশেই
     তুমি সোজা হাজির হও শয়নকক্ষে।
    তোমার গভীরতা 
    উপলব্ধি করাও রন্ধ্রে রন্ধ্রে।
    অবিরল ধারায় ধুঁয়ে মুছে 
    সাফ করে দাও 
    সমস্ত দ্বিধা,লজ্জা। 
    তোমার সঙ্গে কাটানো 
    প্রতিটি সহবাস এক একটি কবিতা ........
    তোমার আসার আগে
    মেঘের উচ্চস্বরে হাসিকে
    মনে হয় পৌষের গাজন।
    রোদেলা আকাশ 
    কেনো তোমায় হিংসে করবেনা

    বলতে পারো?

    - মৌসুমী কর,ত্রিপুরা 

    ৪ঠা জুলাই ২০২০
    3/related/default