আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোলা চিঠি ".......ঢাকা থেকে সাইফুল ইসলাম

    আরশি কথা
    খোলা চিঠি.......

    প্রিয়তমা সহধর্মীনি,

    বুকে সীমিত আকারে কষ্ট নিয়ে তোমাকে লিখছি।
    আমি সীমিত আকারে পালিয়ে চলে এসেছি।
    সীমিত আকারেও ভেবোনা আমার সাথে 
    অন্য কেউ সীমিত সময়ের জন্য এসেছে।
    আসার সময় সীমিত আকারে শপিং সেন্টার 
    খোলা পেয়ে সীমিত আকারে শপিং করেছি।
    কয়েকখানা পুস্তক,​ পাওয়ার ব্যাংক, 
    সীমিত আকারে কিছু খাদ্যদ্রব্য ও ঔষধ কিনেছি।
    গণ পরিবহণ সীমিত আকারে বন্ধ থাকায় 
    পথে সীমিত আকারে বিড়ম্বনা পোহাতে হয়েছে।
    তুমি আসতে দেবেনা
    সীমিত আকারে সে আশঙ্কা থাকায়
    তোমাকে বলে আসা হয়নি।
    তুমি সীমিত আকারে আমাকে ক্ষমা করিও।
    আপাতত সীমিত আকারে এই দ্বীপে থাকব।
    তুমি সীমিত আকারে বাচ্চাদের নিয়ে ভাল থেকো।
    শোন, এখানে সীমিত আকারে 
    সবকিছু পরিবর্তন হয়েছে।
    বিচে লাল কাঁকড়া, ডলফিন, ও গাঙচিল 
    সীমিত আকারে দেখা যাচ্ছে।
    পানিও সীমিত আকারে স্বচ্ছ হয়েছে।
    ভাবছি তোমার জন্য সীমিত আকারে 
    কিছু ছবি তুলে নিয়ে আসব।
    তুমি আমার জন্য সীমিত আকারে দোয়া করো।
    আমি সীমিত আকার সম্পর্কে 
    পুরোপুরি ধারনা পেয়ে আবার চলে আসব।
    তবে কখনও জানতে চাইবে না 
    এই সীমিত আকারের দৈর্ঘ্য কত, প্রস্থ​ কত। 
    এর ব্যাস ব্যাসার্ধ কত।
    তোমার জন্য সীমিত আকারে দোয়া ও ভালবাসা রইল।
    সীমিত আকারে ভাল​ থেকো।
    সীমিত আকারে

    ইতি

    সীমিত আকারে তোমার সাইফুল।


    সাইফুল ইসলাম 
       ঢাকা, বাংলাদেশ

    ৪ঠা জুলাই ২০২০
    3/related/default