Type Here to Get Search Results !

মুক্তি " ......আগরতলা থেকে ত্রৈধা মজুমদার এর অনুভব

মুক্তি "....

সবসময় বদলে যাওয়াটা কি এতটাই জরুরী?
সমাজের সাথে নিজেকে 
গুছিয়ে নেওয়াটা কবে বাঁচার
নিয়ম হয়ে দাঁড়াল?
কেন বন্দি হয়ে যাই আমরা নিজেদেরই বোনা জালে?
আমরা কি এমনি মুক্ত থাকতে পারি না?
বন্দি হওয়াটাকে আমরা নিজেদের নিয়তি কেন ভেবে নেই,
এত সুন্দর তো আমাদের এই দিনগুলো-
তাহলে কোন খুশির খোঁজে আছি?
আর তা খুঁজতে খুঁজতে এই কোথায় এসে পৌঁছেছি,
যেখানে চুপ করে থাকাটাই নিয়ম !
এর চেয়ে খুশি তো তখন ছিলাম 
যখন ভুল কে ভুল বলতে পারতাম। 
এখানে এখন দম বন্ধ লাগে, 
অনেকদিন মুক্তির গন্ধ পাই না।
বদলানোই জীবনের নিয়ম 
এটা শুনেছি অনেকবার,
কিন্তুু কবে তা জীবন হয়ে গেল বুঝতে পারি নি। 
সবসময় বদলানোটা কি এতই জরুরী 
যে আমরা নিজেদের নীতিই বদলে ফেলি!

- ত্রৈধা মজুমদার
আগরতলা

১৫ই জুলাই ২০২০ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.