শিশির এক সন্ধ্যার..... ঢাকা থেকে শিমুল পারভীন এর কবিতা

আরশি কথা
শিশির এক সন্ধ্যার.....

বুকের ভেতর জমে থাকা কথা, সব কথা
রোদের শরীরে মেলে দিয়ে উত্তাপ নেই আজকাল আমি।
খুব সঙ্গোপনে কখনো কখনো তুমি,
ভাঙতে আসো সে নীরবতা।
নিতে আসো ছাইয়ে চাপা শরীর আগুন।
ফিস ফিস করে বলি আমি-ছিলাম শিশির এক সন্ধ্যার,
নিভে গেছে কবে কখন কাঠ কয়লার ঘ্রাণ।
এখন তো ঢেউ হয়ে ভেসে যেতে হবে;
ভেসে যেতে হবে নদীর শরীরে ভাসানের গান গেয়ে।
ভুলে যেতে হবে কোন ঢেউ এসে
কখন যে দুলিয়েছিল মন!
ফেরা তো হবে না আর,
নীড়ে ফেরা পাখিদের গান গেয়ে।
ভেসে যেতে হবে অন্ধকারে-

এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে।

-শিমুল পারভীন
ঢাকা

১৫ই জুলাই ২০২০

3/related/default