আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দু'দিনের রাজ্য সফরে রাম মাধব

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    রাজ্যে এলেন বিজেপি'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজ্য সফরে আসার পর তিনি প্রথমেই যান উদয়পুর মাতাবাড়িতে।

    সেখানে পূজা দেওয়ার পর আসেন প্রদেশ বিজেপি'র কার্যালয়ে।এখানে দলীয় পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মিলিত হন।বৈঠক হয় সাংগঠনিক শক্তি,আগামীদিনের কর্মসূচী ও এডিসি নির্বাচনের রণকৌশল নিয়ে।
    রাজ্যে মন্ত্রীসভার রদবদল নিয়ে প্রশ্ন করা হলে রাম মাধব বলেন,এখন করোনা পরিস্থিতি।এবিষয়ে কিছু সিদ্ধান্ত হলে মুখ্যমন্ত্রী জানাবেন।অর্থাৎ মন্ত্রীসভার রদবদলের সম্ভাবনার কথা তিনি সরাসরি উড়িয়ে দেননি।এদিন সন্ধ্যায় বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা,সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য,প্রতিমা ভৌমিক,সাধারণ সম্পাদকটিঙ্কুরায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য রাজ্য স্তরের নেতৃত্বরা।সাংগঠনিক এই বৈঠকের পর বিজেপি'র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন রাম মাধব।
    দুই দিনের রাজ্য সফরে আসেন তিনি।


    ছবিঃ সুমিত কুমার সিংহ
    এবং সংগৃহীত,
    আরশিকথা

    ১০ই জুলাই ২০২০
    3/related/default