Type Here to Get Search Results !

সূর্যরশ্মি" ......ঢাকা থেকে উম্মে কুলসুম মুন্নি'র কবিতা

সূর্যরশ্মি"

দূরত্ব প্রেম ভেঙেছে
আর মনের ঘরে আছে শোক,
ওহহ প্রিয়, শুধু ভালো থাকো
আমার অপেক্ষার মৃত্যু হোক, শোক উড়ে যাক। 

চোখের জলে ধুয়ে যাক গ্লানি
গড় নগরী কর্মে ও ধর্মে 
আজ লড়াইটা বেশ বিশ্বাসের
শোকের মাঝে স্নেহের ছোঁয়া । 

নতুন করে শুরু কর যেখানে আছো,
হয়তো জীবন আকাশে মেঘ করেছে 
তবু আশা ছেড়ো না,
নিশ্চয়ই নতুন সূর্য রশ্মি খুজে পাবে। 

ইচ্ছে গুলো হোক বাধাঁহীন
উঠুক শিকল ভাঙ্গার ঝড়
জীবন দেয়ার মিছিল শেষে 

নগরী আলোকিত হবে, স্বপ্নগুলো সত্যি হবে।


#Ray of sunshine
 (ইংরেজি অনুবাদ)

Distance broke love and
There is great grief in the house of mind.
Ohh dear, just be fine,
Let death of my waiting,mourners fly away.

Dirt wiped away in tears,
Build a city by doings and religion. 
Today the fight is quite in faith,
Touches of affection in bereavement.

Start afresh wherever you are,
May be there is cloud in the sky of life
But never give up hope
Surely will find new ray of sun shine.

Let the wishes be unhindered, 
Let the storm break the chain.
At the end of the procession of giving life,

The city will be bright,dreams come true.

উম্মে কুলসুম মুন্নি
ঢাকা

১৫ই জুলাই ২০২০



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.