আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রতিষ্ঠা দিবস উদযাপনে এবিভিপি

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    ৭২তম প্রতিষ্ঠা দিবস পালন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।এমবিবি কলেজের সামনে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তাদের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান হয়।উপস্থিত ছিলেন সংগঠনের প্রদেশ সংগঠন মন্ত্রী রূপম দত্ত,প্রদেশ সভাপতি ডঃ মিলন রাণী জমাতিয়া সহ অন্যান্যরনিএই দিনটিকে রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস রূপে পালন করা হয়।

    এবিভিপি'র আগরতলা শাখা এবং ত্রিপুরা প্রদেশের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শ্রী দত্ত বলেন,এবিভিপি বরাবরই ছাত্রদের স্বার্থে আন্দোলন করে চলেছে।আগে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিলো।এখন সেই দিন্নেই।শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। সারা রাজ্যে এবিভিপি'র সংগঠন গড়ে উঠেছে বলে দাবি করেন তিনি।

    প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে সংগঠনের কর্মী সমর্থকদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা এই কর্মসূচী পালন করেন।
     

    ছবিঃসুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ৯ই জুলাই ২০২০ 
    3/related/default