আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পূর্বোদয় সামাজিক সংস্থার তরফে ত্রিপুরার চা পাতা বিলি

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
    রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে উৎপাদিত চা পাতার ব্র্যান্ড ' ত্রিপুরেশ্বরী ' গড়া হয়।এই চা পাতার কদর আরও বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম।এবার তাতে সামিল হয়েছে সামাজিক সংস্থা ' পূর্বোদয় '।


    বুধবার (২৬ আগস্ট) আনুষ্ঠানিক ভাবে শহরের ১৬জন ফুটপাতে চা বিক্রেতাকে পূর্বোদয় এর পক্ষ থেকে চা পাতার প্যাকেট তুলে দেওয়া হয়।পূর্বোদয় এর সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব চা পাতার প্যাকেটগুলি তুলে দেন।
    অনুষ্ঠানে ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা।এদিন প্রথমে মঠ চৌমুহনী শনিতলার কাছে এক চা বিক্রেতার হাতে চা পাতার প্যাকেট তুলে দেওয়া হয়।সঙ্গে কিছু মাস্ক ও সাবান দেওয়া হয়েছে।তারপর একে একে বিভিন্ন জায়গায় চা বিক্রেতাদের হাতে চা পাতার প্যাকেট তুলে দেওয়া হয়।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা
    ২৬শে আগস্ট ২০২০
    3/related/default